সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি ( রাঙ্গামাটি)প্রতিনিধি- রাঙ্গামাটি বিলাইছড়িতে জয়কালী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা / দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বাজায় রাখতে পাশে থাকছেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল উপজেলা (বিএনপি) ও । এতে আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ হতে বিরত রাখিয়া সুস্থ ভাবে অনুষ্ঠান পালনে জন্য কেন্দ্রীয় কমিটির নির্দেশে বিএনপি একটি উপদেষ্টা ও পর্যবেক্ষণ কমিটি গঠন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির।
রবিবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা ২:০০ টায় তথ্য মতে উপদেষ্টা কমিটির অন্যরা হলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, সহ সভাপতি মোঃ ওমর ফারুক।
এছাড়াও পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের মোঃ মামুন, জগন্নাথ কর্মকার, মোঃ ইউনুস, ওয়াহিদুল রহমান, ডালিয়া বড়ুয়া, সমীর কান্তি দাশ, আশীষ দাশ,তপন বড়ুয়া, মোঃ হৃদয় আহম্মদ (শফিক) দিপু দে,চিত্তি চাকমা, ইয়াসিন, বিজয় কর্মকার, নিখিল কর্মকার,শান্তিকর চাকমা, মোঃ আলী আকবর, জনি মার্মা, বিনয় চাকমা, মোঃ কবির হোসেন, মোঃ হারুন, মোঃ আব্দুল কাদের, মোঃ ফজল করিম (তিতু), রফিক (বড়), মোঃ অলি আহম্মদ, মোঃ শাকিরুল, মোঃ জামাল উদ্দিন এবং মোঃ শাহ আলম।
অন্যদিকে পূজা উদযাপন কমিটি সভাপতি শুভাশীষ চক্রবর্তী জানান, দুর্গা পূজা উৎসবটি সার্বজনীন। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশ গ্রহন করে থাকেন । তিনি আরও জানান ষড়ঋতুর অবগুণ্ঠনে গুণ্ঠিত চির সুন্দর সমৃদ্ধ বাংলার শারদ প্রকৃতির শিশির ভেজা দুর্বা ঘাসের ওপর ঝরে পড়া শিউলি ফোটানোর মাতৃ বন্দনায় মিলিত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর ভক্তকুল। প্রতিমালয়ে মৃৎশিল্পীদের রং-তুলির আঁচড়ও শেষ। এখন শঙ্খধ্বনি,উলুধ্বনি আর শাশ্বত মঙ্গল সংগীতে দেবী দশভুজা দুর্গাকে বরণ করার প্রতীক্ষা কেবল। আজ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে মায়ের আগমনী বার্তা। যা আগামী ২ রা অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।