নিজস্ব প্রতিবেদকঃ

তোমার প্রতিটি চরনে
মোর হৃদয়ে বেজে ওঠে শব্দের ধ্বনি
তুমি তো আজও পড়োনি নূপুর তবে কেনো মোর হৃদয়ে বেজে ওঠে
বেজে ওঠে সেই শব্দের ধ্বনি
তোমার চরনে আমি মুগ্ধ
তোমার চরনে আমি স্তব্ধ
ওগো অপরিচিতা
তুমি তো আজও পড়োনি নূপুর
তবে কেনো এ হৃদয়ের স্পন্দন
আজও কেপে ওঠে, আজও শোনে
সেই শব্দের ধ্বনি
তুমি তো আজও পড়োনি.নূপুর
Leave a Reply