[english_date]।[bangla_date]।[bangla_day]

জ্যাকুলিনের বিপদে সালমানই ভরসা!

নিজস্ব প্রতিবেদকঃ

ভারত ত্যাগে কড়া নিষেধাজ্ঞা শ্রীলঙ্কান নাগরিক বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে এতটা ঘোর বিপদে পড়বেন তা বুঝতে পারেননি জ্যাকুলিন। তাই এয়ারপোর্ট থেকে বেরুতে বেরুতেই সালমানকেই স্মরণ করেছেন তিনি।

বলি ইন্ডাস্ট্রির সবারই জানা জ্যাকুলিনকে ফিল্মে প্রতিষ্ঠা দিয়েছেন সালমান। এমনকি এই করোনাকালীন সালমানের বাংলোবাড়িতেই ছিলেন তিনি। তাই সাল্লু বাবার আশ্রয়েই পুরো বিষয়টির সমাধান খুঁজছেন।

শাহরুখ পুত্রের মাদককাণ্ডে সালমানই ছিলেন অগ্রসৈনিক। এদিকে ক্যাট-ভিকি’র বিয়ে হলেও মিডিয়াতে যুগলকে ছাড়িয়ে সালমানকে নিয়েই চর্চা হচ্ছে বেশি। সকলের বিপদ বা অলোচনার কেন্দ্রে যেন সালমান খান।

উল্লেখ্য, ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় বিদেশ যেতে দেওয়া হলো না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। রোববার (৫ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জারি করা ‘লুক আউট সার্কুলার’র (এলওসি) কারণে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই থেকে দিল্লি নেওয়া হচ্ছে। সম্প্রতি আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দিয়েছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি রুপির প্রতারণা করেছিলেন সুকেশ ও তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবরে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকুলিনকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *