সারাবিশ্ব যখন করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ এর প্রতিষেধক কিংবা ওষুধ তৈরি নিয়ে চিন্তিত তখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একদল প্রতারক এই রোগের ভুয়া ওষুধ তৈরি করছিল। গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লি. নামের অননুমোদিত ওই ওষুধ কারখানা থেকে এ অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার কারখানাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়- মো. নিজাম উদ্দিন (৩৯), মো. খাদেম হোসেন (৩০) ও মো. আমিনুল ইসলামকে (১৮)।
গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে একটি বাসা ভাড়া নিয়ে কারখানাটি চালিয়ে আসছিল।
সেখান থেকে ‘‘নিহারীকা’’ ব্র্যান্ড নাম দিয়ে কোভিড-১৯ রোগের ভুয়া ওষুধ ‘‘নিহারিকা মান্না’’ পাউডার উৎপাদন করে বাজারজাত করে আসছিলো।
তাদের উৎপাদিত এই ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা আরও জানায়, চলমান মহামারিতে জনসাধারণের সরলতার সুযোগ কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই ওষুধ তারা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার।
Leave a Reply