[english_date]।[bangla_date]।[bangla_day]

দিনাজপুর হিলিতে ১১ জনকে ৮১ হাজার ১শ টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ-করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। আজ শনিবার বিকেলে হিলি বাজারে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালিন সময়ে হিলি বন্দর-বাজার-ঘাট ও রাস্তায় অযথা ঘোরাফেরা করার অপরাধে ১১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮১ হাজার ১’শ টাকা অর্থ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম। তিনি স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দুরুত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায়করা হয়েছে।

এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *