[english_date]।[bangla_date]।[bangla_day]

কলকাতার পৌরসভার ভোটে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের।

নিজস্ব প্রতিবেদকঃ


কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

তার মধ্যে থেকে বড়বাজার এলাকা দখল নিল ভারতের জাতীয় কংগ্রেস।। আজ সকাল থেকে কলকাতা পৌরসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেখা যায় যে কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায়, ৭১,ভাগ, ভোট পেয়ে ইতিমধ্যেই, ১১৯,ওয়াডে, জয়ী হতে চলেছে। এবং বিজেপি, ০৯,ভাগ, ভোট পেয়ে তারা চারটি ওয়ার্ড দখল নিতে চলেছে এবং কলকাতার বামফ্রন্ট ইতিমধ্যেই তারা, ১১.৫৯,ভাগ, ভোট পেয়ে তিন টি ওয়ার্ড দখল নিতে চলেছে এবং নিরদল প্রার্থীরা দুই টি ওয়ার্ড দখল নিতে চলেছে। এবারের নির্বাচনে কলকাতার পৌরসভার নির্বাচনে পাখির চোখ ছিল কলকাতার ব্যাস্ততম ব্যানিজ্যিক প্রধান এলাকা বড়বাজার, এখানে, ৪৫,নাম্বার, ওয়ার্ডে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও প্রার্থী শ্রী সন্তোষ পাঠক কে হারাতে সবরকমের ব্যাবস্থা করেছিল পশ্চিম বাংলার শাসক দল তৃনমূল । এখানে তাকে হারিয়ে দিতে পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী রোড শো পযন্ত করেছিলেন। কিন্তু বড়বাজার এলাকার এই পোড় খাওয়া ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও প্রার্থী শ্রী সন্তোষ পাঠক সামনাসামনি টক্কর দিয়ে তৃনমূল দলের প্রার্থী কে হারিয়ে দিয়েছেন। সেই সাথে, ১৩৭,নাম্বার, ওয়াট থেকে জয়ী হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও প্রার্থী জনাব ওয়াসিম আনসারি। এবার কলকাতার পৌরসভার নির্বাচনে জয়ী হয়েছে সাবেক মেয়র জনাব ফিরাদ ববি হাকিম। উল্লেখ্য জয় হয়েছে কলকাতার পৌরসভার নির্বাচনে এই নিয়ে টানা, ৬,বার, জয়ী তৃনমূল দলের শ্রী মতি মালা রায় এম পি ও বিজেপি দলের কলকাতা পৌরসভার সাবেক উপ পৌরসভার মেয়র শ্রী মতি মিনাগুহ পুরহিত। অন্যান্যদের মধ্যে মেয়র পরিষদ সদস্য শ্রী অতিন ঘোষ ও শ্রী দেবাশীষ কুমার দেবা ও তারক সিঙ সহ তৃনমূল দলের ইলোরা সাহা ও কাকলী বাগ জয়ী হয়েছে এবং কলকাতা পৌরসভার, ৬৪,নাম্বার, ওয়াট থেকে জয়ী হয়েছে সাবেক কলকাতা পৌরসভার কাউন্সিলার শ্রী মতি সাম্মী জাহান । তবে যত বেলা বাড়ছে ততই কলকাতা পৌরসভার নির্বাচনের ফলাফল পরিস্কার হতে চলেছে। এক কথায় এবার কলকাতার পৌরসভার ছোট লাল বাড়ির দখল নিতে চলেছে তৃনমূল দলের কাউন্সিলারা।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *