[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারতের বেঙ্গালুরুতে কৃষি মেলায় এই হল্লিকার জাতের ষাড়ের দাম উঠেছে, ১,কোটি, ২০,লক্ষ্য, টাকা,শুনে চক্ষু চড়কগাছ।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

না দেখলে ও শুনলে বিশ্বাস করা যায় না। এমন একটি ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে কৃষি মেলায়। এক কৃষক তার হল্লিকার জাতের গরু এনেছেন মেলায়, তা দেখতে রিতিমত ভীড় জমে গেছে। সেই সঙ্গে তাঁর গরু দরদাম উঠেছে এক কোটি কুড়ি লক্ষ টাকা। এই হল্লিকার জাতের গরু পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই কারণে এই হল্লিকার জাতের গরুর শুক্রাণু বিক্রি করতে এত দরদাম উঠেছে। এই হল্লিকার জাতের গরুর শুক্রাণু এক ডোজের দাম প্রায়, ১০০০,টাকা। এই গরুর চাষ বৃদ্ধি করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। এর ফলে গরুর শুক্রাণু দ্বারা প্রজ্জ্বলন ক্ষমতা দখল করে এই গরুর জাতের বৃদ্ধি করার চেষ্টা করা হবে তবে ভারতের কিছু কিছু যায়গায় এই হল্লিকার জাতের গরু চাষের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই হল্লিকার জাতের গরুর ওজন প্রায়, ৪০০,কেজি, থেকে শুরু করে প্রায়, ১০০০,কেজি, ওজনের হয়ে থাকে। এই হল্লিকার জাতের গরুর মালিক শ্রী বোরেগৌড়া জানান যে, এই হল্লিকার জাতের গরুর শুক্রাণু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়। এবং কোটি কোটি টাকার মালামাল হয়ে যেতে পারেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *