নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদক।
হ্যাঁ সব ঠিক ঠাক থাকলে আগামী, ১৯, নবেম্বর শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে সরাসরি উত্তর আমেরিকার বিভিন্ন যায়গায় থেকে। সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন যায়গায় থেকে এবং ভাগ্য ভালো থাকলে ভারত ও বাংলাদেশের নাগরিকদের দেখারও সৌভাগ্য অর্জন করতে পারেন। এই চন্দ্রগ্রহণ প্রায় সাড়ে তিন ঘণ্টা দীর্ঘ স্থায়ী থাকবে পৃথিবীর আকাশের উপর। তখন গোটা চন্দ্রের রূপ ধারণ করবে রক্তের মতো লাল। আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলছেন যে এই চন্দ্রগ্রহণ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এর আগে, ২০০১,সালে, কিছুক্ষণের জন্য হয়েছিল। কিন্তু এবার তা হবে, প্রায়, ৩, ঘন্টা, ২৮,মিনিট, তবে আগামী, ২১০০,শের, মধ্যে এত দীর্ঘ সময় চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে না। তবে নাসার বিজ্ঞানীরা বলছেন যে, ২০৩০,সালের, মধ্যে ছোট বড় কমবেশি প্রায়, ২০,টি, চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে।।
Leave a Reply