[english_date]।[bangla_date]।[bangla_day]

সব জল্পনা ও কল্পনা শেষ করে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শ্রী চরণজিৎ সিং চান্নি। ।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ ভারতের জাতীয় কংগ্রেসের হাইকমান্ড বৈঠক বসে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধীর বাসভবনে সেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে সব বিধায়ক নির্বাচিত করেন পিছিয়ে পড়া শ্রেনীর জনপ্রতিনিধি হিসেবে উঠে এসেছে শ্রী চরণজিৎ সিঙ চান্নি নাম। সেই সঙ্গে তাঁর নাম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন পাঞ্জাবের দায়িত্ব থাকা এ আই সি সি নেতা শ্রী হরিশ রাওয়াত। আজ যখন রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে মিলিত হয় তখন পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে নাম ছিল নবজিত সিঙ সিধুর। এবং সুনিল সিঙ ও সুখবিন্দর সিঙ রান্ধওয়াত। কিন্তু সিধুর নামের বিরোধিতা করেন সাবেক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমিরন্দন সিঙ। আর বাকিদের তেমন কেউ নাম প্রস্তাব না করার দরুন সকলেই মিলে ঠিক করেন পাঞ্জাবের পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি হিসেবে শ্রী চরণজিৎ সিঙ চান্নি নাম রাখা হয়। এবং আগামী বিধান সভা নির্বাচন পযন্ত চরণজিৎ সিঙ চান্নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *