[english_date]।[bangla_date]।[bangla_day]

মহারাষ্ট্রের ডোম্বিভলিতে চাকরি দেবার নাম করে এক নাবালিকা কে পুলিশ সহ, ৪০০, জনের যৌন লালসার শিকার হতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই লাগয়া থানে জেলার অন্তর্গত আম্বোজাগাইতে এক নিরীহ স্বামী পরিত্যক্ত নাবালিকা কে চাকরি দেবার নাম করে দুই যুবক থানে জেলার অন্তর্গত আম্বোজাইতে নাবালিকা কে ধর্ষণ করে পরে ঐ অসহায় নাবালিকা কে মুম্বাই লাগয়া থানে জেলার ডোম্বিভলিতে চাকরি দেবার নাম করে, ৩৩,জন, যুবক লাগাতার ভাবে গণধর্ষণ করে। এই ভাবে ঐ নাবালিকা র উপর এক পুলিশ অফিসার সহ মোট, ৪০০, জনের দ্বারা গণধর্ষণের শিকার হন। পরে ঐ নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে বোম্বাই থানাতে গোটা বিষয়ে অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে চার জন কে গ্রেফতার করে মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। ঘটনার বিবরণ ঐ নারির কয়েক বছর আগে বিয়ে হয়। তার পরে গত বছর ঐ নাবালিকা র স্বামী মারা যায়। তার পর শশুর ও শাশুড়ি তাকে বাড়িতে রাখতে চান না। অসহায় হয়ে তিনি কাজে খোঁজ নিয়ে মম্বাই শহরের থানে জেলার আম্বোজাইতে আসে। তখন চাকরি দেবার নাম করে দুই যুবক তাকে ধর্ষণ করে। পরে ডোম্বিভলিতে ফের চাকরি দেবার নাম করে, ৩৩,জন, তাকে ধর্ষণ করে। সব মিলিয়ে মহারাষ্ট্রের বীড জেলার ঐ নাবালিকা কে এক পুলিশ অফিসার সহ প্রায় চার শতাধিক মানুষ নাবালিকা কে পাশবিক অত্যাচার করে। পরে ঐ নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন এবং পুলিশ চার জন কে পকসো আইনে গ্রেফতার করে। এই ঘটনার কথা জানা জানি হলে সারা মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি তে তোলপাড় শুরু হয়ে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকুরে বলেন যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে রেহাই দেওয়া হবে। এই ঘটনার পর ভারতের নারী নির্যাতন কমিশন তদন্ত কমিটি করে তদন্ত করছে। ধর্ষণ কারীদের বিরুদ্ধে কঠিন শাস্তি নিশ্চিত করতে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *