[english_date]।[bangla_date]।[bangla_day]

ভারত সরকারের বিরুদ্ধে প্রেট্রল ও ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদ ভবনে, রাহুল ও অধীর

নিজস্ব প্রতিবেদকঃ

ভারত সরকারের বিরুদ্ধে প্রেট্রল ও ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে সংসদ ভবনে, রাহুল ও অধীর।। আজ সকালে রফিমারগের কমিনিটি হলে বিরোধী দলের সব সংসদ সদস্যদের সাথে বৈঠকে মিলিত হবার পর ভারত সরকারের বিরুদ্ধে প্রেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধির এবং পেপাগাআদমিরৃিফোন এ বিরোধী সংসদ সদস্যদের ফোনে আড়ীপাতার বিরুদ্ধে সরকারি গাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে ভারতের জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শ্রী রাহুল গান্ধী ও ভারতের জাতীয় সংসদের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রন্ধন চৌধুরী। তাদের সাথে যোগ দেন ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রায় একশতজন লোকসভার ও ভারতের রাজ্যসভার সংসদ সদস্যরা। তাদের দাবি অবিলম্বে ভারতের বিভিন্ন যায়গায় থাকে ডিজেল ও প্রেট্রলের দাম কমিয়ে দিতে হবে আম আদমির। সেই সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে যে ইজরায়েল থেকে পেপেগাস সাইবার টেলিফোন নজরদারি চালিয়ে যাচ্ছে তা বন্ধ করতে হবে। এবং ঔ টেলিফোন সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে ভারতের বিভিন্ন যায়গায় বিরোধী দলের বিরুদ্ধে যে হামলা হচ্ছে তা বন্ধ করতে হবে। এবং ভারত থেকে কৃষি বিরোধী বিল প্রত্যাহার করতে হবে।। আজ সংসদ ভবনে বিরোধী ঐক্য জোট দেখা গিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *