[english_date]।[bangla_date]।[bangla_day]

বিশ্ব শান্তি অলোচনায় এবারও রোম যাত্রা আর হল না। বাদ সেজেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আগামী, ৬,,ই, অক্টোবর ইতালির রোম শহরে বিশ্ব শান্তি এবং জন উন্নয়ন উপর আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও গুনিজনদের সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান রোমের একটি হাউস থেকে । এবং যাওয়ার কথা ছিল আগামী, ৬,ই, অক্টোবর। এবং সেখানে পর পর দুই দিন পশ্চিম বাংলার জন উন্নয়ন ও বিশ্ব শান্তির জন্য বক্তব্য দেবার কথা ছিল পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সব ঠিক ঠাক থাকলে কী হবে বাদ সেজেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক থেকে। সেখানে বলা হয়েছে নবান্ন কে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কোন রাস্ট্রের নায়ক নন যে সে দেশের জন্য ইতালির রোমে অনুষ্ঠিত মঞ্চে গিয়ে ভাষন দেবেন। তাই তার রোম যাত্রা বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের যুক্তি হল মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী তিনি কেমন করে বিদেশের রাষ্ট্রীয় মর্যাদায় ব্যাক্তিদের সাথে এক মঞ্চে ভাষন দেবেন। এটি প্রোটোকলের মধ্যে পড়ে না। তাই তার রোম যাত্রা থেকে বিরত থাকতে নবান্ন কে চিঠি লিখে জানান ভারতের বিদেশ মন্ত্রক থেকে। তবে তৃনমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে যে মমতার জনপ্রিয়তা অর্জন কে ভয় পেয়ে কেন্দ্রের বি জে পি সরকার এই কাজ করেছেন। যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বিশ্বের দরবারে না পৌঁছে।তবে ভারতের বিজেপি র তরফে সেই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *