[english_date]।[bangla_date]।[bangla_day]

বিয়ের দিন বরপক্ষের কেউ আসেনি, তাই কন্যা তার মাকে নিয়ে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেন।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

 

ভারতের ওড়িশা রাজ্যের বেহবামপুরের এক হিন্দু কন্যার সাথে বিয়ে হয়েছিল শ্রী সুমিত শাহুর। সেটি, ২০২০,সালের, ৭,সেপ্টেমর,। এবং হিন্দু সমাজের মতে রেজিস্ট্রেশন করে। বিয়ের পর ঐ যুবতী যখন তার শশুর বাড়িতে যান তখন তার শাশুড়ি মা মেনে নিতে চাননি । চলে অত্যাচার বাধ্য হন ওখান থেকে চলে আসতে । পরে ফের মিটমাট হয়ে গেলে তাকে পাকাপাকিভাবে নিয়ে যেতে বর পক্ষের লোকজন নিয়ে আসার কথা ছিল। কিন্তু বাড়িতে ধুমধাম বিয়ের আয়োজন করে কন্যার পক্ষ থেকে। সব ঠিক ছিল । কিন্তু বর পক্ষের লোকজন না আসায় চিন্তা শুরু হয়। অগত্যা কন্যা তার মাকে সাথে নিয়ে সোজা চলে যান বরের বাড়িতে। এবং সেখানে সামাজিক ভাবে দাবি করেন তিনি বড়ির বৌ তাকে গ্রহণ করতে হবে। এর পর ঝামেলা বাধে তার পর তখন তিনি স্থানীয় থানায় একটি অভিযোগ করেন এবং বেহবামপুরের এস পি শ্রী পিনাক মিশ্র আই পি এস অভিযোগ পাওয়া মাত্র পাত্রের বিরুদ্ধে কড়া আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *