[english_date]।[bangla_date]।[bangla_day]

বাংলাদেশের মহান বিজয় স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা কলকাতার বিধান ভবনে।

নিজস্ব প্রতিবেদকঃ

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তৎকালীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সহযোগিতা করেছিলেন তার স্মৃতি বহন করে আজকের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, ৫০,তম, স্বাধীনতা যুদ্ধের দুই দেশের মুক্তি কামী মানুষের কথা। ১৯৭১,সালে, বাংলাদেশ কে মুক্তি করতে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের সব ধরনের সাহায্য করছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাই নয় তৎকালীন পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের সরকার ও ভারতের নাগরিক সমাজ মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তি যোদ্ধাদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করেছিলেন। তৎকালীন ভারত বাংলাদেশ কে সামরিক ও সামাজিক এবং রাজনৈতিক ভাবে সাহায্য করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কর্মরত সিপাইদের। সেই দিন ভারত সামরিক বাহিনীর সদস্যরা পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নরনারী আত্মত্যাগ ও বলিদানের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই দিনের বিভিন্ন স্মৃতি কথা আজ তুলে ধরেন ভারতের প্রবীণ জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী এবং এম পি শ্রী প্রদীপ ভট্টাচার্য ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা এবং ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার প্রদেশের সভাপতি শ্রী অধীর চৌধুরী ও সাবেক বিধায়ক শ্রী অশিত মিত্র এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক বিধায়ক শ্রী নেপাল মাহাতো সহ বিভিন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব বৃন্দ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *