[english_date]।[bangla_date]।[bangla_day]

চিটফান্ড কান্ডে এবার গ্রেফতার বর্ধমান তৃনমূল দলের নেতা ও পৌরসভার প্রশাসক শ্রী প্রনব চট্টোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদকঃ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

একটি চিটফান্ড কান্ডে, ২০১৮,সালে, অভিযুক্ত ব্যক্তি শ্রী প্রনব চট্টোপাধ্যায় কে গতকাল বর্ধমান জেলার আসানসোল সি জি এম আদালতে জামিন নাকচ করে দেয়। এবং সি বি আই তাকে গ্রেফতার করে, ১৪,দিনের, জন্য জেল হাজতে রাখে। এদিন আসানসোল সি জি এম আদালতে তৃনমূল দলের নেতা ও বর্তমান পৌরসভার প্রশাসক প্রনব চট্টোপাধ্যায়ের হয়ে জামিনের আবেদন জানান আইনজীবী শ্রী শেখর কুন্ডু ও বর্তমান জেলা আদালতের বার এসোসিয়েশনের সভাপতি ও অন্যান্য সদস্যরা। কিন্তু সি বি আই এর আইনজীবী শ্রী এস শশাঙ্কের জোর সওয়াল করে তার জামিনের আবেদন কে খারিজ করার কথা বলেন, এবং সি বি আই বিচারপতি কে মনে করিয়ে দেন যে এই প্রনব চট্টোপাধ্যায় সাধারণ মানুষের কাছ থেকে প্রতরণা করে প্রায়, ৯০,কোটি, টাকা নয় ছয় করেছেন। তাকে জামিন মঞ্জুর করলে এই বিচারের উপর প্রভাব বিস্তার করতে পারে। এর পর আসানসোলের সি জি এম আদালতের বিচারক শ্রী প্রনব চট্টোপাধ্যায় কে জামিন মঞ্জুর না করে তাকে, ১৪,দিনের, জন্য জেলহাজতে রাখার নিদের্শ দেন। এবং আগামী, ২৭,শে, ডিসেম্বর তাকে ফের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন। সি বি আই ইতিমধ্যেই তারা কেস ফাইল তৈরি করে রাখছেন। যাতে দুর্নীতির সাথে যুক্ত শ্রী প্রনব চট্টোপাধ্যায়ের জামিন না হয়।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *