[english_date]।[bangla_date]।[bangla_day]

 

১৯৯৬ – ৯৯ পর্যন্ত আমি বাঘাইছড়িতে ( মারিষ‍্যা ) কর্মরত ছিলাম। সে সময় পরিবারসহ বসবাস করতাম বিজিবি’র ব‍্যাটালিয়ন সদরের গেটের পাশে সরকারি কোয়ার্টারে।সেদিন ছিল শুক্রবার অফিস ছুটি, নয়টার দিকে বিজিবি’র স্কুলের শিক্ষক (নামটা মনে নেই তবে তিনি চাকমা )সহ সাত আটজন এসে আমাকে পরবর্তী শুক্রবারে বাঘাইছড়িতে পরিবারসহ দাওয়াত করে গেলেন। শর্ত হলো পরিবার সহ নদীর ঘাট হতে নিজের প্রচেষ্টায় সিএনজি নিয়ে বাঘাইছড়ির পথে যেতে হবে,মাঝে একটি ভাঙ্গা আছে সেপর্যন্ত। সেখানে যাওয়ার পর দেখি একটি দুইটি সিএনজি দাঁড়িয়ে আছে পাছে আছে দুইজন চাকমা ছেলে তারা আমাকে জানালো আমাদের জন‍্য সিএনজি ( বেবী টেক্সি) পাঠিয়েছে। আমরা বাঘাইছড়ি স্কুলে গেলাম। দেখলাম কাছালং কলেজের বেশ কয়েকজন মেয়ে দাড়িয়ে আছে তারা আমাদের এক বিয়ে বাড়িতে নিয়ে গেলেন। সারাদিন ওখানেই কাটলো, দিন শেষে নদীর ঘাটে পৌছে দিলেন। সেখানে বিভিন্ন ব‍্যাপারে কথা হলো, তারা আগে থেকেই জানতো আমি নাসিম সাহেবের(মনসুর পরিবারের ) এলাকার লোক।তাই তাদের জীবন যাত্রা সম্পর্কে ধারনা দিবে যাতে আমি সময় পেলে এবিষয়টা নাসিম সাহেবকে বলি। তাদের ইচ্ছা সরাসরি পূরণ করতে পারি নাই। তবে আমি আমার পত্রিকার মাধ‍্যমে পাহাড়ি জনপদের মানুষের জীবন যাত্রা তুলে ধরে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরনে চেষ্টা করা। আশাকরি আপনারা সহযোগিতা করবেন।

 

দৃষ্টি আকর্ষণ।