[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে১চোরাকারবারি আটক ।

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

 

  • নওগাঁর ধামইরহাটে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ রবিবার আটক করেছে। গত ২৯ আগষ্ট রাতেই ডিবি পুলিশ ধামইরহাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

 

জানা গেছে, নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কে এম সামসুদ্দিনের নেতৃত্বে এস.আই মিজানুর রহমান, এ.এস.আই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের প্রেক্ষিতে ২৯ আগস্ট দুপুর ২ টায় আলমপুর ইউনিয়নের মঙ্গলীয়া গ্রামে চালিয়ে ফেন্সিডিলসহ উপজেলার চককালু গ্রামের দেওয়ান মোহাম্মাদ আবু হুরায়রা ওরফে বিপ্লব (২৫) কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেরে অন্যান্য ৩ মাদক চোরাকারবারি পালিয়ে যায়। পরে ধৃত আসামিকে ফেন্সিডিলসহ ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

ডিবি’র ওসি কে এম সামসুদ্দিন জানান, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া’র (বিপিএম) নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। সমাজ থেকে মাদক নির্মূল করতে ডিবি কে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান পুলিশ সুপার। আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *