[english_date]।[bangla_date]।[bangla_day]

স্ত্রীর পরকীয়া, ড্রাইভারকে ৫০০ টুকরো করলো স্বামী

নিজস্ব প্রতিবেদকঃ

চিকিৎসকের বিরুদ্ধে নিজের গাড়ির চালককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের জেলায়৷ শুধু হত্যায় নয়, মৃতদেহটিকে ৫০০-র বেশি টুকরো করে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছেন অভিযুক্ত ৷

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, এই ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে৷ তার ঘর থেকে মৃত ড্রাইভারের শরীরের টুকরগুলো পাওয়া গেছে৷

তবে গণমাধ্যমে ওই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসক সন্দেহ করতেন, তার স্ত্রীর সঙ্গে ড্রাইভারের পরকীয়া সম্পর্ক ছিল৷ কিন্তু তার স্ত্রীর অনেকদিন আগেই মারা গিয়েছেন৷

হত্যা করার আগে ড্রাইভারকে নেশার ইঞ্জেকশন দেয় অভিযুক্ত৷ এরপর তাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়৷ তাকে হত্যা করার পর ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটে৷ বাড়ির বাসনে টুকরোগুলো রেখে তাতে অ্যাসিড ঢেলে দেয়৷ চিকিৎসকের ঘর থেকে ৪টি অ্যাসিডের ক্যান উদ্ধার করেছে পুলিশ৷

ডিকম্পোজ করার পর কমোডে ডিসপোজ করার চেষ্টা করেন তিনি৷ কিন্তু প্রতিবেশীরা চিকিৎসকের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *