[english_date]।[bangla_date]।[bangla_day]

মাধবপুরে শিশু মৃত্যুর ঘটনায় বাবা ও সৎ মাকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বায়েজিদ মিয়া (৪) নামের এক শিশুর রহস্যজন মৃত্যুর ঘটনায় তার বাবা জুনায়েদ মিয়া ও সৎ মা পান্না খানককে আটক করেছে পুলিশ।

মাধবপুর থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে তাদের বাড়ি থেকে তাদের আটক করে।

এদিকে, নিহত বায়েজিদের বাবা লাশ দাপনের সকল প্রস্ততি সম্মন্ন করে রাখলেও তার মায়ের ইচ্ছে ময়না তদন্ত শেষে তারা নানার বাড়ি উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রাতেই দাপন সম্পন্ন করা হয়েছে।

মাধবপুর থানার উপ পরিদর্শক লিটন ঘোষ সত্যতা নিশ্চত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বায়েজিদের মা মামলা দিলে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হবে।

মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্য লালু মিয়া বলেন, নিহত বায়েজিদের মুখ মন্ডলে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *