মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করেছে যশোরের বিজিবি সদস্যের একটি বিশেষ দল। শনিবার রাত ২টার দিকে বেনাপোল ঘটিকায় রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজা জব্দ করে বিজিবি। তবে এসময়ে বিজিবি সদস্যরা গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মাদকদ্রব্য গুলোর সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
রঘুনাথপুর বিওপি’র নায়েক মোঃ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার দিবাগত রাত ২টার দিকে ১নং ঘিবা সীমান্তে অভিযান চালানো হয়। এসময়ে দু’জনপাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দু’টি টুপলা ফেলে পালিয়ে যায়। পরে টুপলা দু’টি খুলে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়। তবে এসময়ে কোন পাচারকারীকে আটক করা সম্ভাব হয়নি বলে তিনি জানান।
Leave a Reply