বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোঃ ইমরান হোসেন(২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস ও এএসআই আলমগীর হোসেন বারোপোতা কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিল সহ কৃষ্ণপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply