সোনাই নিউজ:গত ১৯শে জুন’ মঙ্গল বার ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের কায়েতপাড়া যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠ এর পেছনের হিন্দু বাড়ীতে নারী ও পুরুষের উপর অবৈধ ভাবে সম্পত্তি জবর দখলের চেষ্টায় লোহার রড দিয়ে আক্রমনের অভিযোগ পাওয়া গেছে।
এ’ব্যাপারে উক্ত হিন্দু বাড়ীর জীবন মন্ডল বলেন- পাশ্ববর্তী হযরত আলীর পুত্র সোহেল রানা ও জুয়েল রানা আমার বসত বাড়ীর জায়গা দখলের অপচেষ্টায় আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে আসছে।
তারা বিভিন্ন সময়ে আমাদের বাড়ীতে এসে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিবর্গকে জানালে এরই জের ধরে ১৯শে জুন দুপুর সাড়ে বারোটার সময় ওরা সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন লোক নিয়ে আমার বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। আমি ঘর থেকে বের হওয়া মাত্রই সোহেল রানা তাহার হাতে থাকা রড দিয়ে পিটাইয়া আমার শরীরের বিভিন্ন স্হানে জখম করে, আমার স্ত্রী বাধা দিতে গেলে তার ভাই জুয়েল রানা আমার স্ত্রীকে চর,থাপ্পর,কিল,ঘুষি মারা সহ বিবস্ত্র করিয়া ফেলে।এ সময় আমাদের ডাক চিৎকারে লোকজন আসলে তখন তারা আমাদের প্রাণ নাশের হুমকিও লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়।
হামলায় আহত জীবন মন্ডল ও তার পরিবারকে ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন জীবন মন্ডল।
এ ব্যপারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ,ধামরাই শাখা মানব বন্ধন করে।উক্ত এলাকা ও বাড়ী পরিদর্শনকালে ঘটনার তীব্র প্রতিবাদ জানান উপজেলার সভাপতি- খগেশ রাজবংশী সেই সাথে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
Leave a Reply