[english_date]।[bangla_date]।[bangla_day]

মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি ।

অদ্য ১ জানুয়ারি তারিখ, সময়- ১২:৫০ ঘটিকার সময় দুমকি থানাধীন লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার ০২ নং লেনে একটি মটরসাকেলকে চায়না প্রজেক্টের মিকচার গাড়ি চাপা দিলে মটরসাইকেলে থাকা ০২ জন আরোহী মারাত্মক জখম প্রাপ্ত হয়। উক্ত সংবাদ পাইয়া ওসি দুমকি সহ মোবাইল ডিউটিতে থাকা এসআই মোঃ রাজিব হোসেন দ্রুত ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন যে, অদ্য ০১/০২/২০২২ খ্রিঃ, ১২ঃ৫০ ঘটিকার সময় বরিশাল থেকে পটুয়াখালী গামী পটুয়াখালী ল -১১-১৪৪২ মটরসাইকেল থামিয়ে পায়রা সেতুর ২ নং টোল প্লাজায় টোল দেওয়ার সময় টোল প্লাজার উত্তর পাশ থেকে আসা চায়না প্রজেক্টের মিকচার গাড়ি মটরসাইকেল এর পিছনে থেকে চাপা দিলে মটরসাইকেলটি চায়না প্রজেক্টের মিকচার গাড়ীর নিচে চলে যায়। মটরসাইকেলে থাকা মোঃ সাখাওয়াত (৪৫)(পুলিশ সদস্য) ভোলা জেলায় কর্মরত সহ ২ জন আরোহী গুরুতর জখম প্রাপ্ত হয়। এবং তাহাদের দ্রুত এম্বুলেন্সে করে বরিশাল হসপিটালে প্রেরন করা হয়। অন্য আহতদের ঠিকানা পাওয়া যায় নাই। পরবর্তীতে বেলা অনুমান ১৪.৩০ মিঃ সময় ভোলা জেলায় কর্মরত কং মোঃশাখাওয়াত কে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাহাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা হয়েছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের আইনগত ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

লেবুখালি টোল প্লাজায় সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য মৃত, আহত ০১ জন।

মোঃ মাসুদ রানা রাশেদ:

শনিবার (১ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন ও ২০২২ সালের পহেলা দিন থাকায় বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা এখন জমে উঠেছে। তবে বইমেলায় আগতদের সংখ্যা কম থাকলেও বিভিন্ন স্টলে বই বিক্রি চলছে। বইমেলায় তৃতীয় দিনে বিভিন্ন স্টলে ঘুরে দেখা গেছে এসব চিত্র।

জানা যায়, তৃতীয় দিনে মেলায় নতুন নতুন পাঠক বই পড়ার জন্য আসছেন। বইমেলায় মোট ৩০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের স্টলে কবি জ্যাকলিন কাব্য জানান, গত দুই দিনে বিক্রি কম হলেও বইমেলার তৃতীয় দিনে বেশ ভালোই বিক্রি হচ্ছে।

আয়োজক কর্তৃপক্ষ জানান, বইমেলায় লোকজন কম হলেও বইয়ের ক্রেতা বেশি। আগামীকাল মেলা শেষ হবে।

বইমেলায় আগত দর্শনার্থী হেলাল হোসেন কবির জানান, তিনি বইমেলায় এসেছিলেন। বইমেলাটি ৪দিনের স্থলে ৭দিন হওয়া উচিৎ ছিল।

বইমেলায় কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, নানা বয়সী বই প্রেমি দর্শনার্থীদের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে এ বইমেলা। যা আমাদের মতো জ্ঞান পিপাসুদের ভালো লাগছে।

তৃতীয় দিনে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা জমে উঠেছে।