[english_date]।[bangla_date]।[bangla_day]

নবীগঞ্জ প্রেসক্লাবের নব- নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু ।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-

ঝাঁকজমক ভাবে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিদায়ী নেতৃবৃন্দের কাছ থেকে নব- নির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব হস্তান্তর অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নবীগঞ্জ শহরস্থ একটি রেস্টুরেন্টে এ অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানের মাধ্যমে নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের যাত্রা শুরু করেন।

বিদায়ী কমিটির সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী কমিটির সাধারন সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার গত বছরের আয় ব্যয়ের হিসাব মিলিয়ে নতুন কমিটির কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুল হান্নান, যুগ্ন নির্বাচন কমিশনার সরোয়ার শিকদার, শওকত আলী, উপজেলা পজিব কর্মকর্তা সাকিল আহমেদ সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত প্রেসক্লাবের
সভাপতি রাকিল হোসেন, সহ সভাপতি আব্দুল মোহিত, সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ন সাধারন সম্পাদক তওহিদ চৌধুরী, কোষাধক্ষ্য মোজাহিদ চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ ফখরুল আহসান চৌধুরী, আশাহীদ আলী আশা, সলিল বরন দাশ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সদস্য মুহিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী জাকির হোসেন ও তোফাজ্জল হোসেন। অনুষ্টান শেষে নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে কনকন শীতও আনন্দ উল্লাস কমতি ছিলনা। একে অপরকে জড়িয়ে ধরছেন ও মিষ্টিমুখ করাতে দেখা যায়। এমন কি যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও নব- নির্বাচিত নেতৃবৃন্দ ও তাদের শুভাকাঙ্ক্ষীরা ছবি সম্ভলিত ব্যানার পোস্টার দিয়ে শুভেচ্ছা বাণীর ঝড় তুলেছেন। এই কমিটির মাধ্যমে নবীগঞ্জের আইন শৃঙ্খলা, অপরাধ দমন, চাঁদাবাজী, চুরি- ডাকাতি ও দূনীর্তির বিরুদ্ধে কাজ করার আশ্বাস প্রদান করেন, নব- নির্বাচিত সভাপতি রাকিল হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *