[english_date]।[bangla_date]।[bangla_day]

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাবিবুর রহমান ওরফে হবি (৬৬)। কিন্তু একবারও জয়ের দেখা মেলেনি তার। অবশেষে ষষ্ঠবারে এসে তার কপাল খুলল। আসন্ন উপ-নির্বাচনে এলাকাবাসী সবাই মিলে তাকে ওয়ার্ডের একক প্রার্থী করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ওয়ার্ডে তিনিই একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন হাবিবুর রহমান ওরফে হবি।

 

হাবিবুর রহমান ওরফে হবি সাংবাদিকদের বলেন, কাউন্সিলর হতে পেরে আমার মনের আশা পূরণ হয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। পাঁচবার নির্বাচন করার পর আমি ষষ্ঠবার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছি। এর আগের প্রতি নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছি।

 

গত ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কুদরত এলাহী বাবুল। তিনি গত আগস্ট মাসে মারা যাওয়ার পর ওই পদে ২৮ নভেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ রাখা হয়।

লালমনিরহাটে পাঁচবার পরাজিত হবির কপাল খুলল ষষ্ঠবারে।

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার পৌরসভার চুবড়া রোডের জমজম হাউজের তৃতীয় তলার একটি ফ্লাট থেকে রাজন ফারুক ওরফে রাজন(২৯) নামের এক মাদক কারবারিকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক রাজন ফারুক ওরফে রাজন হবিগঞ্জ জেলার সদর থানাধীন কোনাবাড়ি গ্রামের মৃত সোয়েব মিয়ার ছেলে।

গত ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যা অনুমান ৬.৩৫ ঘটিকার সময় জেলার চুবড়া রোডের বাসা থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, পৌরসভার চুবড়া রোডের একটি বাসায় ফেন্সিডিল বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ রাজন ফারুক ওরফে রাজন কে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ।

তিনি আরো জানান, আটক ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী সে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ১।

 

 

চাইথোয়াইমং মারমা ।

 

রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি ;

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে প্রায় আট মাস পর রোববার সারা দেশের ন্যায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ টি কেন্দ্রে এস এস সি, ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্টিত হয়। এবারে শুধু গ্রুপ ভিত্তিক,বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্টিত হচ্ছে উপজেলার দুই টি কেন্দ্রে সর্বমোট ৩৩৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। তার মধ্যে প্রথম দিন পদার্থ বিজ্ঞানে রাজস্থলী কেন্দ্রে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন অংশ গ্রহন করে। দুই জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপর দিকে বাঙালহালিয়া ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে ৭৬ জন কারিগরি পরীক্ষার্থী অংশ গ্রহন করলে ও ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আখ্যমং মারমা জানান। কেন্দ্রে পরীক্ষা শুরু হতে শেষ হওয়া পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট শান্তনু কুমার দাশ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান উপস্থিত ছিলেন।

রাজস্থলীতে এস এস সি ও সমমান পরীক্ষা অনুষ্টিত ।