নিজস্ব প্রতিবেদকঃ

মো নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি ।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর আজ রোববার সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হবে।
দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম পাবলিক পরীক্ষায় বসল শিক্ষার্থীরা। সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছিল। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখের বেশি।
এই সময় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন স্কুল এবং কলেজের পরিক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায় প্রায় ৮ মাস পরে পরিক্ষা হলে পরিক্ষা দিতে পরে পরিক্ষার্থী খুব আনন্দ প্রকাশ করেন।
উক্ত কেন্দ্রের সভাপতি আব্দুর রহমান বলেন, আমাদের কেন্দ্রে খুব সুন্দর এবং সরকারের নীতিমালা অনুযায়ী পরিক্ষাথীরা পরিক্ষা দিচ্ছেন৷ উক্ত পরিক্ষাহল টি পরিদর্শন করেছেন শিক্ষা ব্যাবস্থায় যেই সব লোক নিয়োজিত আছেন তারা।
Leave a Reply