[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে মাছের খামারে বিষ প্রয়োগ \ প্রায় ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান, কেশবপুর(যশোর):
কেশবপুরে মাছের খামারে বিষ প্রয়োগ করায় প্রায় ৫ লাখ টাকার চারা মাছ মরে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের মৃত সানাউলøাহ গাজীর ছেলে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও একজন বিশিষ্ট মাছের ঘের ব্যবসায়ী জি এম আলতাফ হোসেনের বুড়িহাটি গ্রামে পদ্মপুকুরে ঘেরে মাছের চাষ করার জন্য চারাপোনা মাছের চাষ করে আসছেন। জি এম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, শত্রæতা করে কে বা কারা রোববার রাতে চারামাছের ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে। যার কারণে পদ্মপুকুরের প্রায় ৯০ থেকে ১শ মন চারাপোনা মাছ মরে নষ্ট হয়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। জি এম আলতাফ হোসেন আরো জানান এই পুকুরে মাছের পোনা তৈরি করে তার বিভিন্ন মাছের ঘেরে দেওয়া হয়ে থাকে এবং অবশিষ্ট মাছের পোনা বিক্রি করা হয়ে থাকে। শত্রæপক্ষ বিষ ট্যাবলেট প্রয়োগ করে তার বানিজ্যিক ভাবে ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় অভিযোগের প্রস্তুত চলছিল বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *