[english_date]।[bangla_date]।[bangla_day]

বরকলে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ।

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ।।

রাঙ্গামটি বরকলের শিলছড়ির নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ মে ) রাত ৯টার দিকে শিলছড়ি এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫) পিতাঃ ললিত চন্দ্র চাকমা। তিনি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ির (উখছড়ি) বাসিন্দা এবং পেশায় কৃষক। তার পরিবারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন।

ওসি নাসির উদ্দিন বলেন, লক্ষ্মী চন্দ্র চাকমাকে কি কারণে এবং কোন দল গুলি করেছে তা সুনিশ্চিতভাবে বলতে পারছিনা। মরদেহটি উদ্ধারের করেছি। লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা বলছেন, বুধবার রাত নয়টার সময় লক্ষ্মী চন্দ্র চাকমাকে নিজ বাড়িতে এসে দুর্বৃত্তরা গুলি করে। এরপর তার মৃত্যু নিশ্চিত হয়ে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লক্ষী চন্দ্র চাকমা অতীতে আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কর্মী ছিলেন। বর্তমানে তিনি সবকিছু ছেড়ে পারিবারিক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাকে হত্যা করার মূল কারণ কী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, লক্ষ্মী চন্দ্র চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের সাথে যোগাযোগ রাখতেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *