নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
বুধবার দিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী সংগঠন নকশীকাঁথার আয়োজনে শ্যামনগর মডার্ণ কিন্ডার গার্টেন স্কুলের মাঠে নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
ভিএসও ইন বাংলাদেশের সহযোগিতায় সেফ ফুড প্রমোশন প্রকল্পের আওতায় ১১টি যুব কাব সদস্যদের অংশ গ্রহণে বিভিন্ন গ্রামের কৃষকদের উৎপাদিত কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত সবজি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। স্বাগত বক্তব্য প্রদান করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা নূর মুহাম্মদ তেজারত, শ্যামনগর থানার ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম প্রমুখ।
উল্লেখ্য মেলায় বিভিন্ন গ্রামের কম্পোষ্ট সার ব্যবহৃত উৎপাদিত সবজির প্রদর্শনী, গ্রামে গ্রামে নিরাপদ সবজি বিক্রির জন্য দরিদ্র কৃষকদের মাঝে ৫টি ভ্যান বিততরণ, জারি গান, নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবি- শ্যামনগরে নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করছেন এমপি জগলুল হায়দার।
Leave a Reply