[english_date]।[bangla_date]।[bangla_day]

লালমনিরহাটে ৭০বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার কালীগঞ্জে ৭০বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামক একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটক পুলিশ সদস্য লালমনিরহাট জেলার হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার সাংবাদিকদের জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ ও সাংবাদিক স্টীকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল।

এ সময় রংপুরগামী একটি মোটর সাইকেল সন্দেহমূলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ মাদকসহ আটক পুলিশ কনস্টবল হাতীবান্ধা হাইওয়ে থানায় কনস্টবল পদে কর্মরত এ তথ‌্যের সত‌্যতা নিশ্চিত করেছেন সাংবাদিকদের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *