[english_date]।[bangla_date]।[bangla_day]

রংপুরে লিফটের গর্তে পড়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ।

নিজস্ব প্রতিবেদকঃ

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরীর চকবাজার আশরতপুরে নির্মানাধীন বাড়ির লিফটের জলাবদ্ধ গর্তে পড়ে ৮ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি পীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে। তানাম আশরতপুরের ক্রিয়েটিভ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পানি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, লিফটের জন্য ওই স্থানটিতে খোঁড়া হয়েছিল। যেটি জলাবদ্ধ অবস্থায় ছিল। মৃত শিক্ষার্থীর নাম মাহাদিন সরকার তানাম।
তানামের বাবা জানান, নগরীর সর্দার পাড়া এলাকায় দীর্ঘদিন বসবাসের পর শুক্রবার সকালে পরিবারসহ আশরতপুরের নতুন এক ভাড়া বাসায় উঠেন। নতুন বাসায় উঠার পর বিকেল থেকেই তানামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর বাসার নির্মাণাধীন লিফটের হাউজে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খেলাধুলা করার সময় লিফটের পানি জমানো জায়গায় পড়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *