[english_date]।[bangla_date]।[bangla_day]

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন একজন চেয়ারম্যান ও একজন মেম্বার প্রার্থীকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি ।

আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজন চেয়ারম্যান ও একজন মেম্বার প্রার্থীকে মোট ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার হাইলধর, পরৈকোড়া ইউনিয়নে
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দুই প্রার্থী দেয়ালে , বৈদ্যুতিক খুঁটিতে ও যানবাহনে পোস্টার লাগিয়ে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০০৬ অমান্য করেছেন। এজন্য দু’জনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আরও কয়েকজন প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দায়ে হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে ৫ হাজার টাকা ও ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কল্যাণ দাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় বা কোন প্রকার আচরণবিধি লঙ্ঘনের বিষয় পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *