নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার সকালে ভারতীয় সহকারী হাই কমিশনার কতৃক কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উপকুলীয় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভারতীয় স্টেট ব্যাংকের অর্থায়নে উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্থ অসহায় তিনশত পঞ্চাশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার খুলনার রাজেশ কুমার রায়না। প্রধান অতিথি বক্তব্যে বলেন একই মায়ের দুই সন্তান ভারত ও বাংলাদেশ। দুই দেশ বন্ধু প্রতিম। তিনি কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সকলকে দাঁড়ানোর আহব্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী অরিফুর রহমান, ঢাকার স্টেট ব্যাংক ইন্ডিয়ার চীফ এক্সিকিউটর সুমন্ত কুমার ঘোষ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগরের সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত বিশ^াস বাবুলাল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ছবি- শ্যামনগরে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ রায়না কতৃক দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
Leave a Reply