নিজস্ব প্রতিবেদকঃ

আল আমিন মিলন, আত্রাই, প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে ৮ ইউনিয়নে সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ৮টির মধ্যে পাঁচুপুরে ইভিএমে বাকি ৭ টিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনি তৈরী করা হয়েছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ জানান, উপজেলার ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ,ইসলামি আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র হিসাবে মোট ৩৮ জন প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়া সংরক্ষিত আসনে ৯১ সাধারণ সদস্য পদে ৩১৮ জন প্রার্থী রয়েছেন। ৭৫ ভোট কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭’শ ২০ জন নারী ৭৯ হাজার ৪’শ ১ জন রয়েছেন।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভোটাররা উৎসব মূখর পরিবেশে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনছার বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
এছাড়া সাদা পোষাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিয়োজিত রয়েছে। একইসাথে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, মোবাইলটিম, স্টাইকিং ফোর্স এবং কুইক রেসপোন্স টিম মাঠে রয়েছে।
Leave a Reply