নিজস্ব প্রতিবেদকঃ

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার।
তায়্যিবাহ ফাউন্ডেশনের বিশেষ নাহু-সরফের কোর্স ২য়, ৩য় ও ৪র্থ ব্যাচের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ২৬ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার ২০ ডিসেম্বর সিলেট নগরীর সোবহানিঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার কনফারেন্স হলরুমে ওই সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও তায়্যিবাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী বলেন, মৌলিকভাবে আমি ভাষা কিংবা সাহিত্যের ছাত্র নই। তবুও নিজ উদ্যোগে কয়েকটি ভাষা শিক্ষা করেছি। বিশেষত, ইলমে দ্বীনের জন্য আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও সিলেট অঞ্চলে এ সুযোগের অপ্রতুলতাকে অনুধাবন করে আমি এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলাম। যদিও আরবি ভাষা চর্চা করার মতো পরিবেশ বা মনমানসিকতা এখনও এ অঞ্চলে ভালোভাবে গড়ে উঠেনি, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত আরবি ভাষা কোর্সের ৪টি, স্বল্পমেয়াদী কুরআন (তাফসির) কোর্সে ২টি এবং নাহু সরফের বিশেষ কোর্সের ৪ টি ব্যাচ সম্পন্ন করেছি।
তায়্যিবাহ ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক মাওলানা মারজানুর রহমান খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ মাওলানা কুতবুল আলম।
পরিশেষে প্রধান অতিথির দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply