[english_date]।[bangla_date]।[bangla_day]

যথাযোগ্য মর্যাদায় নীলফামারীতে উৎযাপিত হলো বিজয়ের ৫০ তম সুবর্ণজয়ন্তী ।

নিজস্ব প্রতিবেদকঃ

তপন দাস,

নীলফামারী প্রতিনিধি।

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস এর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে নীলফামারীতে।
এ উপলক্ষে সরকারী কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী কর্মসূচী শুরু হয়। এ লক্ষ্যে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লান স্মৃতিসৌধতে শহীদ বেদিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অপর্ণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জেলা আইনজীবী সমিতি, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
সকাল ৯ টার দিকে জেলা হাইস্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারিরীক কসরত সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে মুক্তিযোদ্ধাদের দ্রুত হাটা প্রতিযোগীতা ও ডিসি গার্ডেনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসুচি পালন অব্যাহত রয়েছে। কোয়ালিটি স্কুল এন্ড কলেজের ছাত্র রাওহা বিন মাহমুদ নাভিদ বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা বিজয় পেয়েছি, যুদ্ধ দেখিনি কিন্ত বিজয় দিবসের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *