[english_date]।[bangla_date]।[bangla_day]

চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়ন।

নিজস্ব প্রতিবেদকঃ

তপন দাস,নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ডোমার নাট্য সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ডোমার পৌরসভার একাধিকবার নির্বাচিত কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়নের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে হাজার জনতার উপস্থিতিতে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন- চিকনমাটি মধ্য ধনিপাড়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব।
এসময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন, নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহিদ মাহমুদ প্রমুখ।
বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়নের মৃত্যুতে আবেগাপ্লুত হয়ে ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, “এনায়েত হোসেন নয়ন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। যিনি সকল আন্দোলন, সংগ্রামে সাহসী সন্তানের মতো রাজপথে দাঁড়িয়েছেন। নয়নের অকাল মৃত্যুতে ডোমারের রাজনীতি আজ বিপর্যস্ত। একজন সঠিক নেতৃত্বের নেতা হারালো ডোমারের আওয়ামী পরিবার।”
উল্লেখ্য, এনায়েত হোসেন নয়ন গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি (ধনিপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আমিরুল হোসেন বুড়ো’র প্রথম পুত্র।
জানাজার নামাজের আগে নীলফামারী জেলা আওয়ামী লীগ, নীলফামারী জেলা পরিষদ, ডোমার উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ডোমার উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ, ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ডোমার নাট্য সমিতি, ডোমার প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *