নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে পাহাড়ে সুবিধা ও চিকিৎসাসেবা বঞ্চিত এবং পিছিয়ে পড়া মানুষের মুখে হাসী ফোটাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রাঙ্গামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং বিলাইছড়ি সেনা জোন ৬ বীর -এর ব্যবস্থাপনায় উপজেলা স্টোডিয়াম দীঘলছড়িতে দিনব্যাপী রোগীদের এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
১৪ ডিসেম্বর মঙ্গলরার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবার অনুষ্ঠান উদ্ধোধন করেন বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-৮৪১৩ মেজর রাজু আহমেদ, উপ-অধিনায়ক বিলাইছড়ি জোন। এবং আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন।
এতে স্টেডিয়ামে মেডিকেল ক্যাম্প করে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃশিশির কুমার ঘোষ,ডাঃ আসিফ উর রহমান এবং জোনের ক্যাপ্টেন বিপুল কুমার সাহা ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মাহির আশহাব আমিন, সেনাবাহিনীর অন্যান্য সদস্য ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্মকর্তা – কর্মচারী এবং অত্র এলাকার মেম্বার ও জন সাধারণ ।
এতে মা ও শিশু অন্যান্যসহ প্রায় ২৫০ জনেরই বেশি মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।
স্বানীয়রা জানান, চিকিৎসা সেবা পেয়ে খুশীতে
সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং চিকিৎসার শেষে জোনের পক্ষ হতে সেবা নিতে আসা রোগী ও অন্যান্যদের দুপুরের খাবারের সু-ব্যবস্থাও করা হয়।
Leave a Reply