[english_date]।[bangla_date]।[bangla_day]

বদলে যাবে ভোলাগঞ্জের চিত্র: মন্ত্রী ইমরান আহমদ।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এ রশীদ, সিলেট থেকেঃ

 

 

বদলে যাবে ভোলাগঞ্জের চিত্র: মন্ত্রী ইমরান আহমদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনী ইমরান আহমদ।

 

এসময় তিনি বলেন মাষ্টারপ্লানে বদলে যাবে ভোলাগঞ্জের পর্যটন শিল্পের চিত্র। এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটনকেন্দ্রে পরিণত হবে ভোলাগঞ্জ।

১০ নম্বর পর্যটন এলাকায় সিলেটের জেলা প্রশাসকের পরিকল্পনায় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি।

 

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের পূর্ব থেকে সবাই নিজ দায়িত্বে ক্রাশার মিলগুলো সরিয়ে নিবেন। এখানে পর্যটন উন্নয়নের মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

সিলেট জেলার সহকারী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবীর, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সার্কেল অফিসার প্রবাস কুমার সিং, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অকিল বিশ্বাস, ইয়াকুব আলী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *