নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট,(নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে পাওয়ার ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু খবর পাওয়া গেছে। ১০ অক্টোবর রবিবার এ দুর্ঘটনাটি ঘটে বেনিদুয়ার মিশনের আবাসিক হলে থাকা স্নাতক পর্যায়ের এক শিক্ষার্থীর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ১ নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার ক্যাথলিক ধর্মীয় পল্লী (মিশন) আবাসিকে থাকা উপজেলার মোল্লাপাড়া গ্রামের বিমল হাসদার ছেলে পরেশ হাসদা (২২) মিশনের পাওয়ারট্রলি নিয়ে ধান ভাঙ্গানোর জন্য উপজেলার হরিতকীডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলে পথে আকস্মিকভাবে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে পাওয়ার ট্রলির হ্যান্ডেল পরেশ হাসদার মাথায় চাঁপা লেগে মারাত্বক জখম হয়।
স্থানীয়রা তাৎক্ষনিক তাকে সেখান থেকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ধামইরহাট থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের সম্মতিতে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হাস্তান্তর করা হয়েছে।
Leave a Reply