নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
:আসন্ন শারদীয়া দুর্গা উৎসব আনন্দঘন পরিবেশ উদযাপনের লক্ষে পূজা মন্ডপ গুলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন পূজা মন্ডপ প্রতিনিধিদের নিকট জি আর চাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার প্রশাসনের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে জি.আ. চাউল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ -উদ- জামান সাঈদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
এসময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, হিন্দু পরিষদের উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, উপজেলার সকল দুর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
জানা যায় উপজেলায় ৬৫ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী ভূরুলিয়া ০৩ টি, কাঁশিমাড়ী ০২ টি, শ্যামনগর ০৯ টি, নুরনগর ০৩ টি, কৈখালী ০৫ টি, রমজাননগর ০৭ টি, মুন্সিগঞ্জ ১০ টি, ঈশ্বরীপুর ০৪ টি, বুড়িগোয়ালিনী ০৯ টি, আটুলিয়া ০৯ টি, পদ্মপুকুর ০২ টি, গাবুরা ০২ টি সহ মোট ৬৫ টি ।
ছবি:শ্যামনগরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জি.আ.চাউল বিতরণ করছেন এমপি জগলুল হায়দার।
Leave a Reply