[english_date]।[bangla_date]।[bangla_day]

নওগাঁর আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ

ওয়াশিম রাজু, নওগাঁ :

নওগাঁর আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ১০টাকা কেজি দরের ৪৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মদনডাঙ্গা গ্রামের জফের প্রামানিকের ছেলে নয়ন প্রামানিকের বাড়ী থেকে খাদ্য অধিদপ্তর নেট ওজন ৩০ কেজি লেখা ৩৩ বস্তা ভর্তি ও ১২ বস্তা খোলা অবস্থায় চাল গুলো উদ্ধার করা হয়।

 

জানা যায়, মঙ্গলবার কালিকাপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেয়া হয়। চালগুলো ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় হওয়া সত্তেও সেগুলো সুফল ভোগীদের কাছ থেকে মদন ডাঙ্গা গ্রামের লায়েব উল্লার ছেলে জাফের ক্রয় করে নয়নের বাড়ীতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও’র নির্দেশে ওই ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক নাদিমের সহায়তায় পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন চালের বস্তা জব্দ করেন। পরে আত্রাই থানা পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে ৩৩ বস্তা ভর্তি ও ১২ বস্তা খোলা অবস্থায় চাল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *