[english_date]।[bangla_date]।[bangla_day]

কর্ণফুলীতে রিকশা চালকে হত্যা ,দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্রগ্রাম ) প্রতিনিধি:

 

 

চট্টগ্রাম কর্ণফুলীতে রিকশা চালক শাকিলকে (১৮) হত্যার অভিযোগে ঘাতক দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

 

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই করা ব্যাটারি চালিত অটো-রিকশা উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ। ওসি বলেন, ‘শাকিল ব্রিজঘাট এলাকায় গ্যাসের দোকানে চাকরি করলেও মাঝেমধ্যে ব্যাটারিচালিত রিকশা চালাতো। ঘটনার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।’

 

গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলামের পুত্র মো. মোহসিন (১৯) ও নগরীর সদরঘাট থানার ইটালী কলোনির মো. সোলেমানের পুত্র মো. ইরফান (২৩)।

 

প্রসঙ্গত, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা মো. আলী সড়কের ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। পরে শাকিলের পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *