[english_date]।[bangla_date]।[bangla_day]

শাজাহানপুরে করলা চাষে করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক সাহেব আলী।

নিজস্ব প্রতিবেদকঃ

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে আবাদী জমিতে চল্লিশা জাতের করলা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক সাহেব আলী।

সে মানিকদিপা উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে।

সরেজমিনে দেখা যায়, কৃষক সাহেব আলী করলা জমির আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন। তিনি চলতি সবজির মৌসুমে এবার ২০ শতাংশ জমিতে চল্লিশা জাতের করলা চাষাবাদ করেছেন। গত ভাদ্র মাসের শুরুতে বীজ বোপণ করা হয়। নিয়মিত সেচ কীটনাশক স্প্রে ও সঠিকভাবে পরিচর্যার ফলে মাত্র চল্লিশ দিন পর থেকেই করলা বাজারে বিক্রি করতে শুরু করেন। প্রথম বারেই গত বৃহস্পতিবার ২০ কেজি করলা ৩৫ টাকা কেজি দরে ৭০০ টাকায় বিক্রি করেন। আগামী সোমবার দ্বিতীয় ধাপে আবারও প্রায় ১২০ কেজি করলা তুলে বিক্রি করবেন মর্মে জানান। এভাবেই যতদিন বৃদ্ধি পাবে ততই ফলন বৃদ্ধি পাবে। প্রতি সপ্তাহে দুই দিন করলা বাজারে বিক্রি করতে পারবেন। এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বতর্মান বাজার মূল্য অপরিবর্তিত থাকলে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা করলা বিক্রি করতে পাবরেন এমন আশায় বুক বেধেঁ আছেন তিনি।

প্রতি বছর তিনি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষের পাশাপাশি আলু বেগুন লাউ সহ আরও অনেক ফসলের চাষাবাদ করেন। কৃষক সাহেব আলীর মত আরও অনেক চাষীরাইএই গ্রামের ফসলি জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ সারা বছরই করে থাকেন বলে জানা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *