নিজস্ব প্রতিবেদকঃ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
প্রতিকূল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ফাঁসির মঞ্চ এবং কাফন পরে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছেন যুব নারীরা। মঙ্গলবার সকাল দশটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জলবায়ুর ধর্মঘট অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে একশন এইড, ৩৫০ বাংলাদেশের সহযোগতিায় বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উদযাপন উপলক্ষে সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতি বছর বৈশি^ক জলবায়ু সপ্তাহ পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় কাফন পরে এবং ফাঁসিক মঞ্চে চড়ে প্রতিবাদের শুরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে যেহেতু আমরা মারা যাবো তার থেকে বরং আমাদের মেরে ফেলুন। আমাদের হাতে সময় কম, আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে।
জলবায়ু পরিবর্তনে মৃত্যু নিশ্চিত জেনে জাকিয়া রাজিয়া, প্রতিমা রানী, আবদুল্লাহ আল মামুন, বেলাল হোসেন কাফন পরে এই অভিনব প্রতিবাদ জানান।
জলবায়ু ধর্মঘট অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবীর সর্বমোট কার্বন উৎপাদনের মধ্যে ০.০৩ শতাংশ কার্বন উৎপাদন করে বাংলাদেশ। কিন্তু প্রতি বছর তার মাশুল গুনতে হয় উপকূলবাসির। সাইক্লোন সিডরের পর থেকে প্রতি এক দুই বছর পরপর এই উপকূলের মানুষ নানান দুর্যোগ দেখেছে। এই দুর্যোগে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী। সাদা চোখে সেসব অপরাধের জন্য উপকূলবাসি মোটেও দায়ী নয়। তারা বিশ^ নেতাদের কাছে টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, লবণাক্তাতা প্রশমন এবং কর্বন উৎপাদন কমিয়ে আনার দাবী জানান। পাশাপশি শতভাগ নবায়নযোগ্য শক্তিতে রুপান্তর এবং সবুজ চুক্তির এখনই দরকার বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী রেখা রানী, সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, এসকে সিরাজ,আবু সাঈদ, শেখ রফিকুল ইসলাম, এ্যাড. জি এম মুনসুর রহমান, জিএম হান্নান প্রমুখ।
ছবি- শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠানে অভিনব ভাবে ক্ষতিপূরণের দাবী।
Leave a Reply