[english_date]।[bangla_date]।[bangla_day]

স্বচ্ছ ভাবে পুলিশ নিয়োগে বিলবোর্ড ও চিত্র প্রদর্শনি।

নিজস্ব প্রতিবেদকঃ

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

 

স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগে চাকুরী প্রার্থীদের করনীয় বিষয়ে নওগাঁর আত্রাই থানা ওসি কর্তৃক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদর্শন করা হচ্ছে।

 

সপ্তাহব্যাপী চলমান কার্যক্রমের শেষ দিন সোমবার নওগাঁ জেলা পুলিশ কর্তৃক নেওয়া ১২ টি নির্দেশনার বিলবোর্ড স্থাপন অন্তে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে চিত্র প্রদর্শন করা হয়।

 

এতে চাকুরী প্রার্থীদের করনীয় সম্পর্কে বিস্তারিত ববরণ তুলেধরা হয়। সেইসাথে অভিভাবকদের দালালের হাত থেকে বাঁচতে পরামর্শ্বের জন্য ওসির সাথে এবং পুলিশ কন্টোল রুম ০১৩২০-১২৪৪৯৮ অথবা জেলা পুলিশ হট লাইন ০১৩২০-১২৪৪৯৯ অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহবান জানানো হয়।

 

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে বর্তমান বছরে সারাদেশে জনগনের কাঙখিত জনবান্ধব ৬ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

উদ্যোগ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) কর্তৃক সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত কল্পে দেশব্যাপী সংবাদ সম্মেলন, বিলবোর্ড স্থাপন ও চিত্র প্রদর্শনের ব্যবস্থার অংশ হিসেবে আত্রাইয়ে কার্যক্রম করা হলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *