নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের আদেশ ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাকা ঘর বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিরোধপূর্ণ সীমানার জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত সোমবার পৌর এলাকা শিমলাপল্লী গ্রামে এঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা যায়, শিমলাপল্লী গ্রামে বাড়ির সীমানার জমি নিয়ে নুরুল হক খানের সঙ্গে প্রতিবেশী কাউসার আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ চলাকালীন বিরোধপূর্ণ সীমানার জমি দখল করে পাকা ঘর বাড়ি নির্মানের প্রস্ততি নেয় কাউসার আলম।
এ নির্মান কাজ বন্ধ করতে ৯ জুন কাউসার আলমের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা করেন নুরল হক খান। এ মামলা পর ২১ জুন ওই বিরোধপূর্ণ জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করে আদেশটি সরিষাবাড়ী থানায় পাঠানো হয়। আদালতের আদেশপত্রে ২৭ সেপ্টেম্বর উভয় পক্ষ কাজপত্র নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার উল্লেখ রয়েছে। আদালতের আদেশমুলে ২৫ আগষ্ট সরিষাবাড়ী থানার এএসআই আনছার আলী বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেন। এ ১৪৪ ধারা পুলিশ জারি করলেও আদালতের উল্লেখিত আদেশের ৭দিন আগেই সোমবার সকাল থেকে বাড়ি ঘর নির্মানের কাজ শুরু করেছেন কাউসার আলম।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক জানান, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদী জমিতে কাজ চালিয়ে আসছে এ বিষয়ে বাদী থানায় লিখিত আবেদন দিলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply