নিজস্ব প্রতিবেদকঃ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় উপজেলা আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলার কর্মকর্তাগণ কেন্দ্র ভিত্তিক টিকা প্রদানে সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় ধাপে উপজেলার আড়িয়া, আমরুল, চোপিনগর, খোট্রপাড়া ও মাদলা ইউনিয়নের ৫ টি টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচী।
মাদলা মালিপাড়া এম আর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসা রমজান আলী জানান, প্রথম ডোজ নিতে দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে তেমন কষ্ট হয়নি। প্রথম ধাপে টিকা নেওয়ার পর থেকে আমার শারীরিক কোন সমস্যা দেখা দেয়নি। আজ আবার দ্বিতীয় ডোজের টিকা নিলাম।
মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, প্রথম পর্যায়ে যারা টোকেনের মাধ্যমে টিকা পেয়েছেন শুধু তারাই আজ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতারব হোসেন বলেন, শাজাহানপুরে ২য় দ্বিতীয় ডোজের টিকা আজ ও আগামীকাল দেওয়া হবে। সকাল থেকে ৫ টি টিকা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে টিকাদান চলছে। বেলা ১ টা পর্যন্ত ৭০ ভাগ টিকা দেওয়া হয়েছে।
বাকী ৫ টি ইউনিয়ন খরনা, আশেকপুর, গোহাইল, মাঝিড়া ও পৌরসভার বর্ধিত অংশে টিকা কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর টিকা প্রদান করা হবে।
Leave a Reply