[english_date]।[bangla_date]।[bangla_day]

বিলাইছড়িতে ইউপি নির্বাচনঃ মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান ১ জন সহ মোট ৬ জন।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি ( রাঙ্গামাটি )প্রতিনিধিঃ- বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন চেয়ারম্যান ১ জন সহ মোট ৬ জন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

 

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায় যে, চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন তিনি হলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ভূবন জয় তঞ্চঙ্গ্যা। এইসব বিষয়ে ভূবন জয়ের সঙ্গে ফোনে কথা হলে বা কি কারণে প্রত্যাহার করলেন বলে জানতে চাইলে-তিনি স্ব- ইচ্ছায় প্রত্যাহার করেছেন বলে জানান। অন্য সাধারণ সদস্যরা হলেন, কেংড়াছড়ি ইউনিয়নের ৩ জন ও ফারুয়া ইউনিয়নের ২ জন বলে জানা যায়।

 

 

একদিকে, ১ নং বিলাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মধ্যে একজন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ভদ্রসেন চাকমা প্রতীক নৌকা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনীল কান্তি দেওয়ান প্রতীক আনারস ও অমিতাভ তঞ্চঙ্গ্যা(মিথুন) প্রতীক টেবিল ফ্যান। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ সদস্য পদে বাবুলাল তঞ্চঙ্গ্যা সহ ২৪ জন।

 

অন্যদিকে, ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন তার মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রামাচরণ মার্মা (রাসেল)প্রতীক নৌকা,স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমরজীব চাকমা প্রতীক আনারস, সমতোষ চাকমা প্রতীক চশমা,টিপু চাকমা প্রতীক ঘোড়া আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে জ্ঞান তালুকদার সহ ১৯ জন।

 

 

আরেক দিকে,৩ নং ফারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে ১ জন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা প্রতীক আনারস, চাথোয়াই মার্মা প্রতীক ঘোড়া ও নির্মল তঞ্চঙ্গ্যা প্রতীক টেলিফোন । আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা সহ ৩১ জন।

 

 

তাহলে, সবমিলিয়ে বিলাইছড়ি উপজেলায় ৪ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন এবং সাধারণ সদস্য ৭৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন । সব মিলিয়ে (১১+২৪+৭৪+২) (এক এক এক) ১১১ জন আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনে অংশ গ্রহন করছেন বলে জানা যায়।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *