[english_date]।[bangla_date]।[bangla_day]

ফেনীতে ফিস্টুলা রোগীদের পুনর্বাসন বিষয়ে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদক ফেনী থেকে।

১৫-৯-২০২১ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং Hope Foundation for Women & Children of Bangladesh-এর সার্বিক সহযোগিতায় প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ এবং প্রসবজনিত ফিস্টুলা রোগীদের পুনর্বাসন বিষয়ে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুযোগ্য সিভিল সার্জন ফেনী ডা. রফিক-উস্-ছালেহীন মহোদয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক(পরিবার পরিকল্পনা) জনাব সুব্রত কুমার চৌধুরী এবং ফেনী সদর হাসপাতালের সম্মানিত জুনিয়র কনসালটেন্ট(গাইনি অ্যান্ড অবস) ডা. তাহিরা খাতুন। অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি, ফেনীর সকল উপজেলার সম্মানিত ইউএইচএফপিও, উপপরিচালক(সমাজসেবা), উপপরিচালক(যুব উন্নয়ন), উপপরিচালক(মহিলা বিষয়ক অধিদপ্তর), সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। কর্মশালা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. ইসতাব রাকিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন হোপ ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট(গাইনি অ্যান্ড অবস) ডা. নৃন্ময় বিশ্বাস। এই কর্মশালায় দেশে প্রসবজনিত ফিস্টুলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং অংশগ্রহণকারীগণ তিনটি দলে ভাগ হয়ে এই ফিস্টুলার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে নিজেদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *